Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ডিবি পরিচয়ে টাকা ছিনতাইকালে গ্রেফতার ৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪৬ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে ডিবি পরিচয়ে টাকা ছিনতাইকালে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টায় গণপিটুনি দিয়ে স্থানীয় জনতা ৫ জন ছিনতাইকারীকে পুলিশে দেন।

গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইল জেলার মধুপুর থানার হলদিহাটা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (২৭), ঝালকাঠি জেলার নলসিটি থানার কাঠিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন মিয়া (২৮), শরিয়তপুর জেলার সখিপুর থানার কানুঘুঘু সাহেবকান্দি গ্রামের নুরুল হকের ছেলে ফরহাদ আলী (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কানিকানা গ্রামের আরজ আলীর ছেলে ইকবাল হোসেন (৪০) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বালিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪০)।

জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের তফির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭) ইসলামী ব্যাংক লি. নন্দীগ্রাম শাখা হতে ৫ লাখ ৭ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে নামুইট গ্রামের নিকট রাস্তায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা ডিবি পরিচয়ে পথরোধ করে। এরপর জাহাঙ্গীর আলমের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে হাইসে উঠিয়ে নিয়ে যেতে উদ্যত হয়।

এ ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা চাকলমায় হাইসটি থামিয়ে ৫ জন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। সেই সাথে জাহাঙ্গীর আলমকে টাকাসহ ও ছিনতাইকারীদের ব্যবহৃত হাইসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নন্দীগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Bootstrap Image Preview