Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলেল শুভেচ্ছায় সিক্ত মোস্তাফা জব্বার ও পলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও  প্রতমিন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মন্ত্রণালয়টির কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
 
মঙ্গলবার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ সভাপতিত্ব করেন। পরে বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধানগণ মন্ত্রীদ্বয়কে ফুল দিয়ে অভিনন্দন জানান।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, গত ১০ বছরে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের ভীত প্রস্তুত করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ভীত আরও মজবুত করতে হবে।

তিনি বলেন, আইসিটি বিভাগের চলমান প্রকল্পসমূহ শেষ করে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে। ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

আইসিটি খাতের যথাযথ বিকাশ ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় টিম ওয়ার্ক হিসেবে নতুন উদ্যোগে আজ শুরু করতে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে সকল সুযোগ সুবিধা দিয়ে শহরে রূপান্তের যে ঘোষণা দিয়েছে তা বাস্তবায়নে সকলকে নিষ্ঠা ও আন্তরিকতায় সাথে কাজ করার আহ্বান জানান।

তিনি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

Bootstrap Image Preview