Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নানা অনুরোধ-আপত্তি সত্ত্বেও সিসির সাক্ষাৎকার প্রচার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রচার না করার নানা অনুরোধ-আপত্তি সত্ত্বেও মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির প্রচার করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস। সাক্ষাৎকারটি গ্রহণের কয়েক দিন পর রোববার প্রচার করা হয়।

সম্পতি গণমাধ্যমটির ‘৬০ মিনিট শো’কে সাক্ষাৎকারটি দেন সিসি। এতে সরকারের মানবাধিকার লঙ্ঘন, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক এবং আরও কিছু স্পর্শকাতর বিষয়ে কথা বলেন তিনি।

এরপর সেটি সম্প্রচার না করতে বারবার অনুরোধ করেছিল মিসর সরকার। সোমবার এ খবর দিয়েছে আল জাজিরা।

সিসির সাক্ষাৎকারটি নেন ‘৬০ মিনিট’ এর সাংবাদিক স্কট পেলি। এক পর্যায়ে সিসি বলেন, মিসরের সেনাবাহিনী সিনাই পার্বত্য অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে ইসরাইলের সেনাবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে লড়াই করছে। একই সঙ্গে ২০১৩ সালে মিসরে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে চালানো সহিংস অভিযানকেও সমর্থন করেন তিনি।

এমনকি মিসরে কোনো রাজনৈতিক বন্দি থাকার বিষয়টিও অস্বীকার করেন সিসি। সিবিএস জানিয়েছে, সাক্ষাৎকারটি রেকর্ড করার কিছুক্ষণ পরই তাদের অনুরোধ করা হয় সেটি যেন সম্প্রচার না করা হয়। তবে এ নিয়ে বিস্তারিত বলেনি মিসর সরকার।

মিসরের ইতিহাসে ২০১৩ সালে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। সাক্ষাৎকারে সেনাদের সেই অভিযানকে সমর্থন করেছেন সিসি। উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ আগস্ট নিরাপত্তারক্ষীদের দ্বারা কায়রোর রাবা আল-আদাউইয়া স্কয়ার আর নাহদা স্কয়ারে বিক্ষোভরত মানুষকে ছত্রভঙ্গ করার সময় ৯০০-র বেশি মানুষ মারা যায়।

সেই ঘটনার দুই দিন রামসেস স্কয়ারে মারা যায় আরও ১২০ জন। সেই সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন সিসি। এ প্রসঙ্গে সিসিকে সিবিএস প্রশ্ন করেন, বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ার নির্দেশ তিনিই দিয়েছিলেন কিনা।

জবাবে সিসি বলেন, ‘৪০ দিনের বেশি সময় ধরে সেখানে হাজার হাজার সশস্ত্র বিক্ষোভকারী অবস্থান নিয়েছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করার সব ধরনের শান্তিপূর্ণ পদ্ধতিতে চেষ্টা করেছি।’

Bootstrap Image Preview