Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে শিরট্রি নদীর ঘাটে মাদক ব্যবসার অভিযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্রি নদীর ঘাটে প্রকাশ্যে মাদক মাদক বিক্রি করে ঘাটের উপর অবস্থিত দু'টি আদিবাসী বাড়ি। এমনটাই অভিযোগ স্থানীয় মহলের। সচেতন মহল ও স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি মাদক বিক্রি বন্ধ করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

স্থানীয়রা জানান, এখানে চোলাই মদ, গাঁজা ও ইয়াবার মত মাদকদ্রব্য হাতের নাগালে পাওয়াতে এলাকায় বয়স্ক থেকে শুরু করে কম বয়সি লোক দিন দিন মাদক সেবনের প্রতি আসক্ত হয়ে পরছে।

বিশেষ করে রবিবার ও বুধবার হাটের দিনে বেশি পরিমাণ মাদকসেবীদের দেখা যায় ওই বাড়িতে। হাট-বাজার শেষে বাড়ি ফেরার পথে মাদক সেবন কওে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ওখানে মাদক বিক্রি বন্ধ করতে অনেকবার নিষেধ করেছি তবুও তারা শোনে না। এই নিয়ে প্রশসনকেও একাধিকবার বলেছি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। মাদক বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে নাম ঠিকানা পেয়েছি দ্রুত মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview