Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তিতাসে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৩:২৫ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৩:২৫ PM

bdmorning Image Preview


শীতার্ত ও বয়োবৃদ্ধ মানুষগুলোর কষ্ট কিছুটা লাঘব করার চিন্তা করে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন বলরামপুর ইউনিয়ন পরিষদের জনবান্ধব মোঃ নূর নবী।

কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ নূর নবীর উদ্যোগে প্রায় ২ শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সোমবার (৭ জানুয়ারী) সকাল ১০ টায় ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় মধ্য আকালিয়ায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়।  

শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুস সালাম, ১নং মো.রেনু মিয়া, ২নং ইউপি সদস্য মো.নুরুল ইসলাম, ৩নং ইউপি সদস্য মো.আনিস মিয়া, ৪নং ইউপি সদস্য মো.মামুন ভূঁইয়া, ৫নং ইউপি সদস্য ইউসুফ মিয়া, ৬নং ইউপি সদস্য আব্দুল হামিদ, ৭নং ইউপি সদস্য আব্দুল মালেক ভূঁইয়া, ৮নং ইউপি সদস্য মো.ছাদেক পাঠান, ৯নং ইউপি সদস্য শাহ আলম, সংরক্ষিত আসনের মহিলা সদস্য শিখা আক্তার, রিনা আক্তার ও আলেহা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, উপরোক্ত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণকালে নূর নবী দেশের বৃত্তবান ভাইদের উদ্দেশ্যে বলেন, আন্তরিকতায় আমাদের সমাজের গরীব অসহায় মানুষগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা যদি গরম কাপড়, সোয়েটার, জ্যাকেট, কম্বল, চাদর ছাড়াও আর্থিক সাহায্যে এগিয়ে আসি তাহলে গরীব অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষ শীতে কষ্ট পাবে না। এ সময়ে তিনি অসহায় শীতার্তদের  মাঝে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য সকলকে অনুরোধ করেন।
 

Bootstrap Image Preview