Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০৬ বছর পর খোঁজ মিললো নেপোলিয়নের ৮০ টন গুপ্তধনের সন্ধান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্রাট নেপোলিয়ানের গুপ্তধন খুঁজে ২০৬ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন গবেষকরা। লুকিয়ে রাখা ৮০ টন সোনার সন্ধান পাওয়ার দাবি করেছে রাশিয়ার ভায়াচেসলাভ রিজকোভ নামের এক এক বিজ্ঞানী।

বহু ইতিহাসবিদের দাবি করেন, ফরাসি সম্রাট নেপোলিয়ন স্মোলেনস্ক এলাকার সেমলেভো বা নেপোলিয়ন লেকে সোনা রয়েছে।

তবে রাশিয়ার এই বিজ্ঞানী বলছেন, সেমলেভো নয়, সম্রাট আসলে এই জায়গা থেকে ৪০ মাইল দূরে লুকিয়েছিলেন এই সোনা। আসল এই সোনা রয়েছে লেক বোলশায়ায়।

রাজা আলেকজান্ডার-১ এর দৃষ্টি ঘোরাতে নেপোলিয়ন লেক সেমলোভোর কাছে সামান্য কিছু সোনা পাঠিয়েছিলেন। আর তার আসল গুপ্তধন পাঠিয়েছিলেন বোলশায়ায়। নেপোলিয়নের হয়ে এসব দায়িত্ব পালন করেছিলেন তার ঘনিষ্ঠরাই।

যে বোলশায়ায় সোনা রেখেছিলেন সেটি রুডনিয়ার কাছে মস্কো থেকে প্রায় ৪০০ কি.মি দূরে বোলশায়া রুতাভেচ লেকে এই সোনা ও গুপ্তধন রাখা হয়।

ইতিহাসবিদদের বহু দিনের দাবি, ৪০০টি ওয়াগন ভর্তি সোনা নেপোলিয়নের ৫০০ জন ঘোড়সওয়ার ও ২৫০ জন এলিট ওল্ড গার্ডের প্রহরায় ছিল।

তবে এখনও পর্যন্ত সেমলেভো লেকে থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার হলেও কোনও দিনই সোনাদানা উদ্ধার হয়নি। ৬০ ও ৭০ এর দশকে রাশিয়া এই সোনা উদ্ধারের চেষ্টা করেছে অসংখ্যবার, কিন্তু সফল হয়নি।

বহু বছর ধরে এই এলাকায় সোনার সন্ধান করছেন ভ্লাদিমির পোরিভেইভ নামে এক ইতিহাসবিদ। তিনি বলছেন, রিজকোভের দাবি ভিত্তিহীন। তথ্যসূত্র: আনন্দবাজার, ডেইলি মেইল।

Bootstrap Image Preview