Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বধীনতার পর প্রথম মন্ত্রী পেল লাকসাম-মনোহরগঞ্জবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্বধীনতার পর এই প্রথম কুমিল্লা-৯ (লাকসাম এবং মনোহরগঞ্জ) এর এলাকাবাসী পেল সৎ, নিষ্ঠাবান একজন মানুষকে যার নাম মো: তাজুল ইসলাম এমপি। এবারই প্রথম কোন মন্ত্রী পেল লাকসাম এবং মনোহরগঞ্জবাসী।  আজ নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের। তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে সরিয়ে এই দুই দফতরের প্রথমটিতে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. তাজুল ইসলামকে। অপরটিতে কোনো পূর্ণ মন্ত্রী রাখা হয়নি।

রোববার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করে এ তথ্য জানান।

মোঃ তাজুল ইসলাম ১৯৫৫ সালের ৩০ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৫৭ নং (কুমিল্লা-৯) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন।

এরপর তিনি ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম এবং মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে এমপি হন মো. তাজুল ইসলাম।

এদিকে, গত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নে এলাকার মানুষ গাড়ি নিয়ে চলাচল করতে পারে। লাকসাম মনোহরগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় এমন কোনো উন্নয়নমূলক কাজই হয়নি বলে দাবি করেছে এলাকাবাসী।

তাজুল ইসলাম সাহেবকে শুভেচ্ছা জানিয়ে মনোহরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির বর্তমান সদস্য হাজী আজিম উদ্দিন বলেন, আমরা লাকসাম-মনোহরগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রীর এই দুরদর্শী সিদ্ধান্তকে স্বাগত জানাই। জনাব তাজুল ইসলাম একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ের মত গরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করবেন। আমরা আশা করি তারই হাত ধরে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা একদিন পুরো বাংলাদেশের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি পাবে।

নতুন মন্ত্রী হিসেবে জনাব তাজুল ইসলামকে শুভেচ্ছা জানিয়ে লাকসামের এক কৃতি সন্তান কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুল মোর্শেদ ফাহিম জানান, তিনি একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নে তিনি লাকসাম-মনোহরগঞ্জ এ শতভাগ বিদ্যুতায়ন কসরতে সক্ষম হয়েছেন। তাছাড়াও এলাকার অবকাঠামোগত সকল উন্নয়ন তিনি সফলভাবে সম্পন্ন করেছেন।

তারপর তিনি আরও জানান, গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তজুল ইসলাম এমপি মহোদয়কে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করায়।

এরপর লাকসামের আরেক কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রবিন কান্তি মজুমদার জানান, আমরা লাকসামবাসী আজ অনেক আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার এই দুরদর্শী সিদ্ধান্তে। স্বাধীনতার পর এবারেই প্রথম তিনি আমাদের লাকসাম-মনোহরগঞ্জবাসীকে এনে দিয়েছেন প্রথম মন্ত্রী, যে কিনা আমাদের গর্ব, এলাকার সূর্য সন্তান আমাদের এমপি তাজুল ইসলাম সাহেব।

তিনি আরও বলেন, স্বাধনতার পর এই প্রথম আমাদের লাকসাম-মনোহরগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই প্রথম মন্ত্রী পেয়েছেন। তাই প্রধানমন্তীকে জানাই অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের মাননীয় মন্ত্রী তাকে দেয়া দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমরা আশা করি।

Bootstrap Image Preview