Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুবর্ণ চরে ধর্ষণ: এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৫৪ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৫৪ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সুবর্ণ চরে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট ৭ জনকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।আলোচিত এই ধর্ষনের ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ জানুয়ারি) সকালে সাত আসামিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

পুলিশ জানায়, আজ সকালে ৭ আসামিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ নম্বর আমলি আদালতে (চরজব্বার) সোপর্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

এব্যাপারে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, গ্রেফতারকৃত আটজনের মধ্যে একজনকে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে।

এ পর্যন্ত এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন-মূলহোতা রুহুল আমিন, আসামি সালাউদ্দিন (৩৫), ইব্রাহিম খলিল বেচু, জসিম উদ্দিন ওরফে জইস্যা (৩৫), হাসান আলী ভুলু (৬০), চর বাগ্গা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সোহেল (৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন (৩৫) ও একই গ্রামের আহমদ উল্লার ছেলে বাসু (৪০)।

Bootstrap Image Preview