Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় তিতাস-হোমনার জনগণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার নিয়ে বিজয়ী হওয়ার পর নতুন মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন এ নিয়ে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।

সারা দেশের মতোই কুমিল্লা থেকে মহাজোটের ১১ হেভিওয়েট প্রার্থী বিজয়ী হওয়ার পর এ থেকে এবার মন্ত্রিসভায় কারা সুযোগ পাচ্ছেন এ নিয়ে আলোচনার শেষ নেই। এই আলোচনার শীর্ষে রয়েছেন পুরাতন মন্ত্রীসহ নতুন কয়েক জনের নাম। তার মধ্যে রয়েছে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে এই সর্বপ্রথম আওয়ামী লীগ মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সিআইপি সেলিমা আহমাদ মেরী।

বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর এই সর্বপ্রথম আওয়ামী লীগ মনোনীত সেলিমা আহমাদ মেরী কুমিল্লা-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয় তিনি একজন সিআইপি, নারী উদ্যোক্তাসহ অসংখ্য গুনাগুনের অধিকারী। সার্বিক বিবেচনা করলে সেই ক্ষেত্রে মেরী  মন্ত্রীত্ব পেতে পারেন।

এদিকে মেরীর মন্ত্রীত্ব বিষয়ে জানতে চাইলে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন ভূঁইয়া বলেন, তিনি মন্ত্রীত্ব পেলে দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখার পাশাপাশি উন্নয়নে ভুমিকা রাখতে পারবেন। তাই আওয়ামীলীগের মাঠ পযার্য়ের নেতা-কর্মীরা সেলিমা আহমাদ মেরীকে মন্ত্রীত্ব দাবী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

Bootstrap Image Preview