Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দামুড়হুদায় বন্দুকযুদ্ধে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৪৭ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৪৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আব্দুল বারেক ওরফে বারী হক (৪০) নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে আহত আব্দুল বারেককে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বারেক দামুড়হুদার কার্পাসডাঙ্গা মিশনপাড়ার মৃত আব্দুর গনির ছেলে।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আব্দুল বারেক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। মাদকবিরোধী অভিযান চালিয়ে গতরাতে পুলিশ তাকে আটক করে। তাকে থানায় নিয়ে আসার পথে মুক্তারপুর গ্রামের কাছে পৌঁছলে ভুট্টাক্ষেতে আগে থেকে ওঁৎপেতে থাকা বারেকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল বারেক আহত হয়। আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় চার পুলিশ সদস্যও সামান্য আহত হয়। আব্দুল বারেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুটি রামদা, একবস্তা ফেনসিডিল তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে।

 

Bootstrap Image Preview