Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে তরিকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview


ঝিনাইদহে আপন চাচাত ভাই যুবক তরিকুল হত্যা মামলা প্রধান আসামি বাধনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মথুরাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। আটককৃত বাধন ঝিনাইদহ সদরের নিজ মথুরাপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার এসআই বদিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে তরিকুল হত্যা মামলা প্রধান আসামি মথুরাপুর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নিজ মথুরাপুর গ্রামে চাচাতো ভাই তরিকুলের সাথে বাই সাইকেল নিয়ে বাধনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধন তরিকুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মা রাজীয়া বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার প্রধান আসামি বাধনকে গ্রেফতার দেখানো হয়।

Bootstrap Image Preview