Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি এত কম আসন পাবে জানলে মহাজোটের বাইরে নির্বাচন করতাম: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৯:২০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview


জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, বিএনপি এত কম আসন পাবে জানলে জাতীয় পার্টি মহাজোটের বাইরে গিয়ে নির্বাচন করতো বলে মন্তব্য করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেনগ।

জাতীয় পার্টি সরকারে থেকে দেশের উন্নয়নে সম্পৃক্ত হতে আগ্রহী জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করে ক্ষমতায় এসেছে।ফলে সরকারেই থাকবে।

তবে দলের নেতা-কর্মীরা চাচ্ছেন জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করুক।এতে দলের ভাবমূর্তি বাড়বে। তবে বিরোধী দল কে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নেবে এ বিষয় আমাদের কিছু বলার নেই।

Bootstrap Image Preview