Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কণ্ঠশীলনের ৯৪ তম আবর্তন শুরু হচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিশিক্ষার চতুর্নবতিতম (৯৪) আবর্তন শুরু হচ্ছে।

আবেদনপত্র পাওয়া যাবে ৩১শে জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত। ফরম পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র, শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে ৪টা, কারুকর, ৩৩০ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা ও ২২২ নিউ এলিফ্যান্ট রোড, (৪র্থ তলা), ঢাকা (সকাল ১০টা থেকে রাত ৮টা) [কাঁটাবন মোড় ও বাটা সিগনালের মাঝামাঝি পেট্রোল পাম্পের বিপরীত পাশে] সাক্ষাৎকার: ১লা ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার সকাল ৯টা।

এতে প্রশিক্ষক হিসেবে আছেন মীর বরকত, গোলাম সারোয়ার, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. সৌমিত্র শেখর, ড. আইরিন পারভীন লোপা ও নরোত্তম হালদার।

তা ছাড়া অনলাইনে ww.school.kanthoshilon.org এই ওয়েনসাইটে আবেদন করা যাবে।

Bootstrap Image Preview