Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় বিএনপির ৪১ নেতাকর্মীর জামিন

পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচন পূর্ববর্তী আওয়ামী লীগের দায়েরকৃত বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের পৃথক দু’টি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এএইচএম ইমরানুর রহমান এর আদালত আসামিপক্ষের জামিন আবেদনের শুনানীতে সন্তুষ্ট হয়ে গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছে, ধূলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মন্নান হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন বাবুল ভূঁইয়া, উপজেলা ছাত্রদল সভাপতি মো. সোহেল সিকদার, মহিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার মনির, লতাচাপলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খলিল, সহ-সভাপতি আল আমিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মী।

বিএনপি সূত্র জানায়, একতরফা নির্বাচন সফল করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সহাস্রাধিক নেতাকর্মীর নামে কলাপাড়া, মহিপুর ও রাঙ্গাবালী থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এরপর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গণগ্রেফতারে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় শতাধিক নেতা-কর্মীকে। এসকল গায়েবী মামলার হয়রানী থেকে বাঁচতে নির্বাচনী এলাকা ছাড়ে নেতা-কর্মীরা।

Bootstrap Image Preview