Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজদিখানে ৮৫ বছরের বৃদ্ধাকে 'হত্যা'

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চরকুন্দলিয়া গ্রামে জমিলা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত জমিলা খাতুন ওই গ্রামের মৃত মনতাজ উদ্দিনের স্ত্রী। আজ বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের জন্য জমিলা খাতুনের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে ছেলে শুক্কুর আলী ও পুত্রবধূ মাকসুদা আক্তারের সঙ্গে জমিলা খাতুনের ঝগড়া হয়। ঝগড়ার সময় মাসুদার পক্ষ নিয়ে তার মামা কেরামত আলী, ফুফাতো ভাই মো. আব্দুলসহ ৫-৬ জন নিকট আত্মীয় শুক্কুর এবং তার মা জমিলা খাতুনের উপড় হামলা করে।

হামলায় জমিলা খাতুন গুরুতর আহত হলে তাকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নিয়ে যায়। রাতেই সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview