Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে অপহৃত ২ গার্মেন্টসকর্মী উদ্ধার, আটক ৮ 

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


ময়মনসিংহে অপহরণের একদিন পর রাকিবুল ইসলাম রাকিব (২৬) ও মিনা খাতুন (৩০) নামে দুই গার্মেন্টসকর্মীকে উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র‍্যাব)। এ ঘটনায় অপহরণ চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হল- শহিদুল আলম (৩০), মোজাম্মেল হকব(২৫), বাবু (২৩), শুভ মিয়া (৪০), খলিল (২৬), নূর মোহাম্মদ (২০), মিজানুর রহমান (২৫), রুবেল মিয়া (২৭)।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী সাদিক এ তথ্য জানান।

তিনি বলেন, গত মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে জেলার ত্রিশাল উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত হয় ওই দুই গার্মেন্টসকর্মী। এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ জানুয়ারি) রাতে র‍্যাব জানতে পারে, অপহরণকারীরা ত্রিশালের বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত টিনশেড ঘরের ভেতরে তাদেরকে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ আদায়ের জন্য মারধর করছে। 

পরে রাত সাড়ে নয়টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার ও অপহরণচক্রের আট সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান মেজর শিবলী সাদিক।

Bootstrap Image Preview