Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সবচেয়ে বড় বরফ উৎসব চীনে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:০০ PM

bdmorning Image Preview


বিশ্বের সবচেয়ে বড় বরফ ও তুষার উৎসবের নাম হার্ভিন ইন্টারন্যাশনাল আইস এন্ড স্নো স্কাল্পচার ফেস্টিভল। প্রতি বছর জানুয়ারী মাসে  চীনের উত্তরাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে এ উৎসবটির আয়োজন করা হয়।

মাসব্যাপী চলে এই উৎসব। এটি শুরু হয় ৫ জানুয়ারি এবং শেষ হয় ৫ ফেব্রুয়ারি। এই উৎসবে বরফ ও তুষারের তৈরি নানা ভাস্কর্য প্রদর্শিত হয়। তবে আকর্ষণীয় কিছু ভাস্কর্য অনেক সময় উদ্বোধনী অনুষ্ঠানের আগেই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

জানা গেছে, এবারের উৎসবে ১ লাখ ১০ হাজার ঘনমিটার বরফ এবং ১ লাখ ২০ হাজার ঘনমিটার তুষার ব্যবহার করা হচ্ছে। এছাড়া ৪ হাজার ৫০০ বর্গ ঘনমিটার তুষারের সাহায্যে তৈরি করা হয়েছে একটি বুদ্ধ মূর্তি। এই উৎসবে বিশ্বের ১২টি দেশের তৈরি ভাস্কর্য দেখতে পাবেন দর্শনার্থীরা; প্রবেশ মূল্য ৪৮ ডলার।
 

Bootstrap Image Preview