Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, জুলাই ২০১৯ | ২ শ্রাবণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মতো চাঁদের অদেখা অংশে চীনা নভোযান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:৫০ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:৫০ AM

bdmorning Image Preview


চাঁদের অদেখা অংশে অবতরণ করেছে চীনের একটি রোবটিক নভোযান। প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। চীনা কর্তৃপক্ষ এই দাবি জানিয়েছে। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রিনিচ মান সময় ২ টা ২৬ মিনিটে মানবহীন নভোযান চ্যাঞ্জ-৪ চাঁদের দক্ষিণ মেরুর অ্যাটকেন বেসিনে অবতরণ করেছে। 

এই নভোযানটি চাঁদের ওই অঞ্চলের ভূতাত্ত্বিক অবস্থা চিহ্নিত করবে এমন যন্ত্রপাতি বহন করছে। একই সাথে এটি জীববিদ্যা সংক্রান্ত পরীক্ষাও চালাবে। 

প্রসঙ্গত, এর আগের অভিযানগুলো চাঁদের পৃথিবীমুখী অংশে চালানো হয়েছে। এই প্রথম কোনো নভোযান চাঁদের অনাবিস্কৃত অংশে অবতরণ করল। 

Bootstrap Image Preview