Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঐতিহাসিক জয় পেয়েও কাল শপথ নিচ্ছেন না সুলতান মনসুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:২৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক কখনও জয়ী হতে পারেনি। এমনকি কখনও তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে আসতে পারেনি বিএনপির কোনও প্রার্থী। বরং ১৯৯১ এবং ২০০১ সালে এ আসনে দুইবার জামানত হারায় বিএনপি।

এবার এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জয়ী হয়ে এক নতুন ইতিহাস গড়লেন তিনি। কিন্তু ইতিহাস গড়ে নির্বাচিত হলেও শপথ নিচ্ছেন না ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবার কথা রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিরা। তবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ শপথ নিচ্ছেন না।

এ ব্যাপারে ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা বলেন, শপথ নিবো কি না আমি কিছুই জানি না। এ বিষয়ে আমি মন্তব্য করতে রাজী নই।

সুলতান মনসুরের নির্বাচনী আহ্বায়ক বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, সুলতান মনসুর ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থী। ঐক্যফ্রন্ট শপথের সিদ্ধান্ত নিলে তিনি শপথ নেবেন।

সুলতান মনসুরের নির্বাচনী প্রধান উপদেষ্টা সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট যেহেতু এই নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সেহেতু শপথ নেয়ার প্রশ্নই আসে না। কাল সরকারি দলের শপথ, দলের সিদ্ধান্ত মোতাবেক শপথ নেবেন তিনি।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে ২৫৭২ ভোটের ব্যবধানে আলোচিত প্রার্থী বিকল্পধারার এম এম শাহীন নৌকা প্রতীককে পরাজিত করে চমক দেখিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুলতান মনসুর ধানের শীষ নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭৪২ ভোট, আর নৌকা প্রতীক নিয়ে এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

Bootstrap Image Preview