Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বছরের সেরা ছবি ‘আলী দাদু ও তার বিড়াল’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেখতে দেখতে একটি বছর চলে গেল। নতুন বছরের শুভ সূচনা হলো। জীবনের কত কিছুই তো বদল হয়ে গেছে। সেই সঙ্গে অনেক স্মৃতি আরও কতই না কী। গত বছরের সেরা ছবি প্রতিযোগিতার আয়োজন করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু। প্রতিযোগীতায় ‘জীবনযাপন’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে ওপরের ছবিটি।

এ ছবিটিকেই ভোট দিয়ে সেরা ছবি নির্বাচিত করেছেন আনাদলু বার্তা সংস্থার পাঠকরা। সারা বিশ্বের ২ লাখ ২৩ হাজার পাঠক ভোট দিয়েছেন এই প্রতিযোগিতায়।

এ ছবিতে দেখা যাচ্ছে তুষারপাতের মধ্যে লাঠিতে ভর দিয়ে এক বৃদ্ধ কোলে একটি বিড়াল ছানা নিয়ে হাঁটছেন। তার পেছনে দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও কর্মীরা। পাশে ধ্বংসস্তুপ।

ছবির শিরোনাম ‘আলী দাদু ও তার বিড়াল’। ছবির বর্ণনায় বলা হয়েছে, আগুনে বাড়ি পুড়ে যাওয়ার পর ৮৩ বছর বয়সী আলী মেসে নামের ওই বৃদ্ধ তার প্রিয় বিড়ালটি নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন।

Bootstrap Image Preview