Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে পৃথক সংঘর্ষে নিহত ১, আহত ৭

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৫:৩২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৫:৩২ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক বনভোজনকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত এবং ৬ জন আহত হয়েছে। অপরদিকে রাঙ্গাবালীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পারিবারিক বনভোজন কেন্দ্র করে গলাচিপার উত্তর পাতাবুনিয়া গ্রামের শাহিন খানের সাথে জসিম খানের কথাকাটি সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে জসিম খান (১৮), কবির খান (২০), শাহিন খান (১৮), রবিউল খান (১২), মাসুদ খান (১৬), শাহালম খান (৫৭) ও রেজাউল খান (৩০) আহত হয়।

পরে গুরুতর আহত পাতাবুনিয়া এমসি মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক রেজাউলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। নিহত ও আহতরা একই বাড়ির লোক। মামলার প্রস্তুতি চলছে।

এ দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়ার নলবুনিয়া এলাকায় মোতালেব হাওলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সাকিল দালাল নামের এক যুবক।

বুধবার (২ জানুয়ারি) সকালের এ ঘটনায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মোতালেব হাওলাদার মোল্লার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বলে জানা গেছে। ক্ষুদ্ধ স্থানীয়রা হামলাকরী সাকিলকে ধাওয়া করে ধরে গণধোলাই দিয়েছে। বর্তমানে সে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছে।

ছেটবাইশদিয়া ইউনিয়নের হাচন দালালের ছেলে সাকিল একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং মাদক মামলায় কয়েকবার জেল খেটেছে বলে জানায় স্থানীয়রা।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview