Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীই শিক্ষার মডেল নেত্রী: রুহুল

 মতলব (চাঁদপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১২:২২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


মতলব উত্তর উপজেলার প্রতিটি স্কুলে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে একযোগ এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শিক্ষার মডেল নেত্রী। যিনি বাংলাদেশের শিক্ষা খাতে অনেক উন্নয়ন করেছেন। সারাদেশে আজ ৬৪ লাখ বই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দিয়েছে। এ কার্যক্রম তিনিই শুরু করেছেন। এতে শিক্ষা মান যেমন ভাল হচ্ছে, তেমনি লেখাপড়ার প্রতি শিক্ষার্থীরা আগ্রহী হচ্ছে।

এমপি রুহুল আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত শিক্ষায় আলোকিত করবে। সে লক্ষ্যে তিনি কাজ কাজ করছেন। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিরতণ করায় শিক্ষার্থীরা বাড়তি সুযোগ পাচ্ছে। পাশাপাশি সরকার উপবৃত্তি প্রদান করছেন। লেখাপড়া করতে এখন আর কোন খরচ হয় না। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তাই শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান।

নাউরি আহম্মদীয়া উবির ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান জহিরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কাইয়ুম খান। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম।

অপরদিকে একই দিনে মতলব উত্তর উপজেলার লুধুয়া উচ্চ বিদ্যালয় ও ফতেপুর উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ উৎসব হয়েছে। ১ জানুয়ারী সকাল ১০ টায় ফতেপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়। 

লুধুয়া হাইস্কুলে সকালে অডিটোরিয়ামে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এছাড়া  ৮৪নং আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি দেওয়ান মুজিবুর রহমান, ইউপি সদস্য জাহিদ মেম্বার, সাবেক মহিলা ইউপি সদস্য রুনিয়া বেগম, প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, জয়নাল দেওয়ান, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক ইসমাইল খান টিটু প্রমুখ।

Bootstrap Image Preview