Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ায় স্বতন্ত্র প্রার্থী জেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল, সরকারি কাজে বাঁধা, পুলিশ নির্যাতন ও পুলিশের হাতে থেকে অস্ত্র ছিনতাই মামলায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ মহানগরের সভাপতি।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল হোসেন জানান, রোববার তেলীগ্রাম নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল, সরকারি কাজে বাধা, পুলিশ নির্যাতন ও পুলিশের হাত থেকে অস্ত্র-গুলি ছিনিয়ে নেয় সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। এ সময় তিনি এবং তার লোকজন ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা করে।

পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় গুরুতর আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সোমবার বাদী হয়ে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুসহ ১৯ জনের নামে মামলা করে। মামলার দুই নম্বর আসামি করা হয় মিন্টুকে।

প্রসঙ্গত, শফিকুল ইসলাম মিন্টু মহাজোটের প্রার্থী হওয়ার জন্য আগ্রহী ছিলেন। মহাজোটের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতিক নিয়ে নির্বাচন করেন।

Bootstrap Image Preview