Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কেরানীগঞ্জে ককটেল ও জিহাদি বইসহ আটক ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:২৭ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:২৭ PM

bdmorning Image Preview


কেরানীগঞ্জে ৪টি ককটেল ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ ৬ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ ডিসেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিংয়ের জনৈক আব্দুল মজিদ মিয়ার সপ্তম তলা ভবনের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. জয়নাল আবেদীন (৫২), একই উপজেলার দক্ষিণ ইছবপুর এলাকার মৃত শেখ ফজুলুর রহমানের ছেলে মো. আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলার সদর থানার ঢালীবাড়ী এলাকার মো. ইয়াছিন আলীর ছেলে মো. তারিকুল ইসলাম (৩০), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নেপারপুচি এলাকার মোবারক আলীর ছেলে মো. আল আমিন (২৫), কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ভুচ্ছি এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে আবু তাহের (২২) ও চাদপুর জেলার হাজীগঞ্জ থানার মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. কামরুজ্জামান শামীম। 

ওসি শাহ্ জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালানো হয়। এসময় ৪টি ককটেল, বিপুল পরিমাণ জিহাদী বই ও প্রশিক্ষণ সরঞ্জামাদীসহ ৬ জনকে আটক করা হয়। 

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ইমরান উকিল বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ধারণা করা হচ্ছে- তারা জামায়াত-শিবিরের সদস্য, নাশকতার পরিকল্পনা নিয়ে তারা এলাকায় জড়ো হয়েছিল বলে জানান তিনি।  

Bootstrap Image Preview