Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীর প্রায় আড়াই লাখ শিক্ষার্থী পেল নতুন বই

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীতে নতুন বছরের প্রথমদিনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

এ বছর জেলায় ২ লক্ষ ৪০ হাজার ৯'শ ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ লক্ষ ৭৭ হাজার ৯'শ ৯৫টি বই বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, সরকারি  জুবলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনসহ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকগণ। 

নতুন বইয়ের উষ্ণ আলিঙ্গন আর ঘ্রানে মুগ্ধ খেপুপড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাইমুল নেহাল উৎস জানায়, নতুন বছরের প্রথমদিনে নতুন বই পেয়ে খুবই খুশি লাগছে।  


 

Bootstrap Image Preview