Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে ব্যালট বাক্সের পিকআপে আগুন দিল দুর্বৃত্তরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৬ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম বহনকারী একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নরোত্তমপুর পণ্ডিতবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মধ্য নরোত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে গোলযোগের সৃষ্টি হয়। ফলে ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাপ্ত ভোটের ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি পিকআপ ভ্যানে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর পণ্ডিতবাজারে কয়েকজন যুবক পিকআপভ্যানটি থামিয়ে তাতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ ১৩ রাউন্ড রাইফেলের গুলি ও ১০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় এক আনসার সদস্যের শর্টগান খোয়া গেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, দুপুরে মধ্য নরোত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আসার পথে পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ মোল্লা জানান, আগুনে পিকআপের সমস্ত মালামাল পুড়ে গেছে।

Bootstrap Image Preview