Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, আগষ্ট ২০১৯ | ৭ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার হামলায় চাচার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:৪১ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী


নাটোরের নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামে ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা হোসেন আলী (৫৫) এর মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ ডিসেম্বর) ভোটের দিন সকাল সাড়ে ১০টার দিকে সমসখলসী ভোট কেন্দ্রের কাছে ঘটনাটি ঘটে। নিহত হোসেন আলী সমসখলসী গ্রামের ওয়ায়েস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহত হোসেন আলীর স্ত্রী ইয়ার জান জানান, তার স্বামী হোসেন আলীর সাথে ভাতিজা রতন আলীর পারিবারিক কোন দ্বন্দ্ব ছিল না। তবে চাচা আওয়ামী লীগ সমর্থক হলেও ভাতিজা রতন ছিল বিএনপি সমর্থক।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া না দেয়া নিয়ে তাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব ছিল। রবিবার সকালে চাচা হোসেন আলী ভোট কেন্দ্র থেকে বাড়ির ফেরার পথে ভাতিজা রতন আলী হঠাৎ করেই তার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। এতে হোসেন আলী মারাত্মক ভাবে আহত হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নলডাঙ্গা থানার ওসি মোঃ শফিকুর রহমান জানান, বিষয়টি সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview