Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে নৌকার প্রার্থীই হচ্ছেন ছানোয়ার হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দাবিদার ছিল জাতীয় পার্টি। কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ বর্তমান সাংসদ ছানোয়ার হোসেনকে মনোনয়ন দেয়। আর জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেন দলের জেলা শাখার আহ্বায়ক শফিউল্লাহ আল মুনির। এ নিয়ে তৈরি হয় রহস্যের ধূম্রজাল।

অবশেষে শুক্রবার সন্ধ্যায় বিষয়টি খোলাসা হয়। আসনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হন আলহাজ্ব ছানোয়ার হোসেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় কলেজপাড়া মোড়ের অস্থায়ী নির্বাচনী প্রচারণা কার্যালয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করে ছানোয়ার হোসেন।

ছানোয়ার হোসেন বলেন, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি এ আসনটির প্রার্থিতার সঙ্কট নিরসনে দলীয় বৈঠক শেষে নৌকার প্রার্থী হিসেবে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেন। তবে আসনটিতে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সফিউল্লাহ আল মুনিরও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অবশেষে এ আসনে মহাজোটের আওয়ামী লীগের নৌকা আর জাতীয় পার্টির লাঙ্গল স্ব স্ব প্রতীকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখার সিদ্ধান্তই বহাল রইল।

এ আসনে অন্যান্যের মধ্যে বিএনপি থেকে মাহমুদুল হাসান (ধানের শীষ), ইসলামী আন্দোলনের খন্দকার ছানোয়ার হোসেন (হাতপাখা), বিএনএফের শামীম আল মামুন (টেলিভিশন), খেলাফত আন্দোলনের সৈয়দ খালেদ মোস্তফা (বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির আবু তাহের (আম) ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Bootstrap Image Preview