Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফৌজদারি মামলা ছাড়া কোনো এজেন্টকে গ্রেফতার নয়: সিইসি

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৫ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কোনো এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অভিযোগ না থাকলে তাকে পুলিশ গ্রেফতার বা হয়রানি করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আজ শনিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনে এজেন্টদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। প্রার্থীর এজেন্টগুলোর দায়িত্ব অনেক। তারা প্রার্থীর প্রতিনিধিত্ব করেন। তারা প্রার্থীর স্বার্থে কাজ করেন।’

তিনি আরও বলেন,‘নির্বাচনের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত এজেন্টরা কোনো অবস্থায় কেন্দ্র ত্যাগ করতে পারবেন না। কেউ যদি এজেন্টকে কক্ষ ত্যাগ করতে বলে তখন ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা নিতে পারেন।’

‘গণমাধ্যম কর্মীগণ নির্বাচনের বড় দায়িত্ব পালন করেন’-এ কথা উল্লেখ করে নুরুল হুদা বলেন, ‘তাদের মাধ্যমে দেশবাসী নির্বাচনের সঠিক চিত্র দেখতে পায়। সংবাদ সংগ্রহ এবং পরিবেশনকালে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণের স্বাভাবিক কাজ যাতে ব্যহত না হয়,তার প্রতি তাদের খেয়াল রাখতে হবে।’

নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন,‘দল-মতের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন। আপনাদের কারো কারণে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়। আপনাদের কারো কারণে কোনো প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।’

Bootstrap Image Preview