Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চার দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০২:৩৭ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০২:৩৭ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৪ দিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম। শুক্রবার (২৮ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়েছে নির্বাচনকালীন ছুটি ও ব্যাংক ক্লোজিং ছুটি। 

বুড়িমারী স্থলবন্দরের আমদানি - রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের আহবায়ক রুহুল আমিন বাবুল জানান, দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে শুক্রবার (২৮ ডিসেম্বর) থেকে সোমবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত সাপ্তাহিক ছুটি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শনিবার ও রবিবার এবং সোমবার (৩১ ডিসেম্বর) ব্যাংকিং ছুটি মিলে টানা চার দিন বন্ধ থাকছে বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম।

মঙ্গলবার (১ জানুয়ারী) থেকে যথারীতি চালু থাকবে বন্দরের সকল ধরনে কার্যক্রম। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার খায়রুল বাশার ছুটির সত্যতা নিশ্চিত করে জানান, উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে ইমিগ্রেশনে যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। মঙ্গলবার সচল হবে বন্দরের সকল কার্যক্রম।

Bootstrap Image Preview