Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় নাশকতা মামলায় পোলিং অফিসার গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:১০ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:১০ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় লুৎফর রহমান নামে এক ভোটগ্রহণ কর্মকর্তাকে (পোলিং অফিসার) নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে ধুনট উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে লুৎফর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বগুড়া কারাগারে পাঠানো হয়। লুৎফর রহমান শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ফুলজোড় গ্রামের অসিম উদ্দিনের ছেলে।

গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, গত ৫ সেপ্টেম্বর শেরপুর উপজেলার ছোনকা এলাকায় সরকার বিরোধী নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল লুৎফর রহমান। এ ঘটনায় শেরপুর থানায় ওই দিন রাতে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা (মামলা নং ৯/১৮) দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে লুৎফর রহমানকে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।    

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে বগুড়া-৫ আসন গঠিত। এ আসনের ধুনট উপজেলায় ভোটগ্রহণের জন্য লুৎফর রহমান ১৩ ডিসেম্বর প্রশিক্ষণ নিয়েছে। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহনের জন্য তাকে পোলিং অফিসারের নিয়োগপত্র দেওয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হয়ে লুৎফর রহমানকে পোলিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

Bootstrap Image Preview