Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরিষাবাড়ীতে দু'পক্ষের ব্যাপক সংঘর্ষ-অগ্নিকাণ্ড, আহত ১০

জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১০:০০ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১০:০০ PM

bdmorning Image Preview


জামালপুরের সরিষাবাড়ীতে হত্যা মামলা তুলে না নেয়ার জের ধরে দু'পক্ষের মাঝে মারপিট-ভাঙচুরসহ ২৫টি বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের মারপিটে আহত হয়েছেন অন্তত ১০ জন। পুড়েছে ২৫টি বস ঘর।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারপিট ঘটনার বিচারের দাবিতে তারাকান্দি-ভূয়াপুর সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ কর্মসূচি দেয় ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সারষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম আকন্দের ছেলে জাহিদুল ইসলামকে একই গ্রামের তোফাজ্জল হোসেন, হারুন তার লোকজন বালু উত্তোলনকে কেন্দ্র করে চলতি বছরের ৩১ মে মাসে কুপিয়ে খুন করে। ওই খুন মামলা তোফাজ্জল হোসেন জেলহাজতে থাকায় তার পক্ষে ফরহাদ, মঞ্জু, আলম প্রত্যাহারের দাবীতে বাদীর পরিবারকে বাড়ি-ঘর থেকে বের করে খুন জখমের হুমকি প্রত্যাহার না করায় মোস্তফা ও তার চাচাত ভাই ইউসুফ সোনামূই বাজার থেকে বাজার করে নিজ বাড়িতে যাওয়ার পথে ফরহাদ, মঞ্জু, আলমসহ ১০/১৫ জন লোক তাদের দুজনকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহতবস্থায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের পরিবার পরিজনকে খবর দিলে তারা সংঘটিত হলে দু-গ্রুপে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহত ইউসুফ আকন্দ (২৭), সুরাইয়া (৪০), মোস্তফা (২৬), জনি (১৮), নুরল ইসলাম (৬৫), জনি (১৮), ইব্রাহীম আকন্দ (৩১), আক্তার হোসেন (৬৫) ও শরীফ আকন্দকে (২৬) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

গুরুতর আহত ইউসুফ আকন্দকে (২৭) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার অবস্থা খারাপ দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাদানে গ্যাস ছোড়ে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান ও জামালপুর র‌্যাব-১৪ এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

অপরদিকে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। অগ্নী সংযোগ ও মারপিট ঘটনার অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview