Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোর-১ আসনে শেষ মুহুর্তে বিএনপি প্রার্থীর প্রচারণা

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


নির্বাচনে প্রচারণার শেষ মুহুর্তে এসে নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি প্রার্থী কামরুন্নাহার শিরিন প্রচারণা শুরু করেছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত পর্যন্ত লালপুর উপজেলার কয়েকটি এলাকায় এই প্রচারণা চালানো হয়।  

লালপুর উপজেলার গৌরিপুর থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ শিরিন প্রচারণা শুরু করেন। এসময় তিনি বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন, ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

কিন্তু শেষ মুহুর্তে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার অনুমতি পান হাইকোর্ট থেকে। অপরদিকে নির্বাচনে প্রচারণার শেষ সময় চলে এসেছে। যার ফলে এই আসনের অপর নির্বাচনী এলাকা বাগাতিপাড়া উপজেলায় তিনি নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হয়নি। তবে কামরুন্নাহার শিরিন তার পক্ষে তথ্য প্রদানের জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।  
 

Bootstrap Image Preview