Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশী প্রহরায় সুনামগঞ্জের ৫ আসনে নির্বাচনী সামগ্রী

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। জেলার ৫টি সংসদীয় আসনের ৬৬৮টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী সকল উপজেলা পর্যায়ে পাঠানো হয়। 

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহম্মদ আব্দুল আহাদ । 

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি সংসদীয় আসনে ভোট গ্রহণের লক্ষে বৃহস্পতিবার সকাল থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। পুলিশী প্রহরায় নির্বাচনী সামগ্রী প্রতিটি উপজেলায় নিয়ে যাওয়া হয়।   

উল্লেখ্য, আগামী রবিবার ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সুনামগঞ্জে মোট ভোটার ১৬ লাখ ৪৭ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ২৩ হাজার ৬১৬ জন ও মহিলা ৮ লাখ ২৩ হাজার ৮৯৫ জন।

তবে পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসন। এই আসনের ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৩৮ জন ও মহিলা ভোটার ২ লাখ ৭ হাজার ১১৬ জন।

অন্যদিকে জেলার সবচেয়ে কম ভোট দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে। এই আসনের মোট ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৯৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৯৪০ জন ও মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৫৭ জন।

এছাড়া জেলার ৬৬৮টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৪১৬টি এবং সাধারণ ভোটকেন্দ্র ২৫টি। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ভোট কেন্দ্র ১৫০টি, সুনামগঞ্জ-২ আসনে ভোট কেন্দ্র ১১০টি, সুনামগঞ্জ-৩ আসনে ভোট কেন্দ্র ১৪২টি, সুনামগঞ্জ-৪ আসনে ভোট কেন্দ্র ১০৭টি ও সুনামগঞ্জ-৫ আসনে ভোট কেন্দ্র ১৫৯টি।

ভোট গ্রহণ কাজে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ১০ হাজার ৪৯০ জন। এরমধ্যে প্রিজাইডিং অফিসার ৬৬৮ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৩২৭৪ জন ও পোলিং অফিসার ৬৫৪৮ জন।

সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।'
 

Bootstrap Image Preview