Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাঙামাটিতে সেনা অভিযান, আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৩০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটিতে অভিযান চালিয়ে তিনজন সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবারের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি রাইফেল, তিন রাউন্ড অ্যামুনিশন ও চারটি চাকু উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা (৪৬), পাভেল তঞ্চংগ্যা (২২) ও যতীন কান্তি তঞ্চংগ্যা (৪৮)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি সশস্ত্র সন্ত্রাসী দল পার্বত্য চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (মূল দল)-এর তিনজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি একে-২২ (অটোমেটিক রাইফেল), তিন রাউন্ড অ্যামুনিশন ও চারটি চায়নিজ চাকু উদ্ধার করা হয়।

আইএসপিআর জানিয়েছে, অভিযানে উদ্ধার অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ রকম অভিযান অব্যাহত থাকবে।

কয়েক ঘণ্টার ব্যবধানে পল্টি দিলেন এরশাদ

কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মাঠে থাকার নির্দেশ দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।

খন্দকার দেলোয়ার জালালী জানান, হুসেইন মুহম্মদ এরশাদ নিজের স্বাক্ষরিত বিবৃতিতে বলেছেন বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে প্রচারিত হচ্ছে জেনে তিনি অত্যন্ত মর্মাহত। মহাজোট ব্যতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ-নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

বিবৃতিতে এরশাদ বলেন, ‘কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। আপনাদেরকে নির্বাচনের মাঠে থাকার নির্দেশ দেওয়া হলো।’

বিবৃতিতে এরশাদ আগের বক্তব্য সংশোধন করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।

Bootstrap Image Preview