Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড.কামাল পাগল হয়ে গেছে: বাণিজ্যমন্ত্রী 

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৭ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ড. কামাল হোসেন পুলিশকে বলে জানোয়ার, সাংবাদিকদের বলেন খামোশ। তার কথাবার্তা আচার আচরণ দেখে মনে হয় তিনি পাগল হয়ে গেছে।  

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে হাওলাদার মার্কেট রাস্তায় ভোলা- ২ আসনের নৌকার প্রার্থী আলী আজম মুকুলের নির্বাচনী পথ সভায় এ কথা বলেন।

উপজেলা আ'লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে তিনি আরো বলেন, বিএনপি'র কোন নেতা নেই ড. কামাল ভাড়াটিয়া নেতা। সে আজ বঙ্গবন্ধু আদর্শ ত্যাগ করে স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর খুনীদের সাথে হাত মিলিয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপি'র পরাজয় সুনিশ্চিত। তারা ঘরে ঢুকেছে ঘরেই থাকবে। আ'লীগ ২/৩ আংশ আসন নিয়ে শেখ হাসিনা নেতৃত্বে আবারো সরকার গঠন করবেন।

তোফায়েল আহমেদ বলেন, গ্রামকে আমরা শহর করেছি, বিদ্যুৎ আর রাস্তাঘাট দিয়ে এধারা অব্যাহত রেখে গ্রামকে শহরায়ণ করবো। বিশ্বের সৎ নেত্রী হিসেবে খ্যাত জননেত্রী বিশ্ব মানবতার মা শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছেন। বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা করি উন্নয়ন, আর বিএনপি করে অত্যাচার। 

২০০১ সালে বিএনপি কি সীমহীন অত্যাচারের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি এলাকায় আসায় আমার গাড়িতে গুলি ও বোমা মেরেছে। জুতার মালা দিয়ে আ'লীগের কর্মীদের রাস্তা রাস্তা ঘুরানো হয়েছে। নূর মিয়ার হাটের তসলিম মাস্টার পিটিয়ে আহত করে। সে স্টক করে মারা যায়। আমি জানাজা এসেছিলাম। জানাজা থেকে যাওয়ার সময় তার কবর উপরে ফেলে দেয় হাফিজ ইব্রাহিমের ক্যাডাররা।

তিনি বলেন, আজ বোরহানউদ্দিন ও দৌলতখান শান্তির জনপদ। আমরা রাজনীতি করি মানুষের জন্য আর হাফিজ করে অত্যাচার। 

বাণিজ্যমন্ত্রী বলেন, বোরহানউদ্দিনে ৬'শ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে কাজ চলমান। আরো ১২'শ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হবে। ভোলা-বরিশাল সড়ক করা হবে। ভোলাকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। 

এসময় তিনি জনতার উদ্দেশ্য বলেন, নৌকার প্রার্থী আলী আজম মুকুল একটা হীরা টুকরা। আপনাদের দোয়া আর ভালবাসায় সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আপনারা তাকে ৩০ ডিসেম্বর নৌকা মার্কা ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। 

পথসভায় আরও বক্তব্য রাখেন, ভোলা- ২ আসনের নৌকার প্রার্থী বর্তমান সাংসদ আলী আজম মুকুল, তোফায়েল আহমেদের মেয়ে ডাঃ তাসলিম আহমেদ মুন্নি, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, বিএনপি'র যুবদল থেকে সদ্য যোগদানকারী অসিম কুমার দাস পন্তি, আ'লীগে যোগদানকারী উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এসএম গজনবী, সদ্য যোগদানকারী বিএনপি’র নেতা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিমউদ্দিন নাজু মাতাব্বার, উপজেলা আ'লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজদ।

এদিকে জনতার ঢলে পথসভা জন সমুদ্রে পরিনত হয়। 
 

Bootstrap Image Preview