Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিডিমর্নিংয়ে 'ভর্তি বাণিজ্যের' সংবাদ প্রকাশের পর ইবিতে তদন্ত কমিটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিচ্ছুদের টাকার বিনিময়ে ভর্তি করানোর প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক সম্মান ২০১০-১১ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর নাম রাশেদ পারভেজ নয়ন।

এ অভিযোগ আমলে নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল চারটায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক মাহবুবর রহমানকে আহ্বায়ক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বম্মর্নকে সদস্য ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পিন্টু লাল দত্তকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছ। এছাড়া নয়নের বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের সনদপত্র স্থগিত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত সোমবার বিডিমর্নিং-এ ‘মাত্র ১৬ হাজার টাকায় মিলবে ইবিতে চান্স!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Bootstrap Image Preview