Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওশাবার সফলতায় নতুন পালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৬ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৪৮ PM

bdmorning Image Preview
ছবিঃ আবু সুফিয়ান জুয়েল


সৃষ্টির আদিলগ্ন থেকেই রহস্যের প্রতি মানুষের বাড়তি আকর্ষণ। রহস্যময় যে কোন বিষয়ের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়। সে নেশার ঘোর কাটাতে পারে এমন ক্ষমতা কার আছে? আর যদি কোন মানুষকে ঘিরে রহস্যের বেড়াজাল সৃষ্টি করা যায়, তাহলে সেই মানুষটি সকলের নজরবন্দী হয়ে পড়েন। তেমনি একজন রহস্যমানবী কাজী নওশাবা আহমেদ।

নওশাবাকে রহস্যমানবী বলার যথেষ্ট কারণ রয়েছে। বাস্তব জীবন হোক কিংবা পর্দা, দুই জায়গাতেই তিনি সকলের নজরবন্দী হয়ে পড়েন। বাস্তবের নওশাবাকে বাদ দিলাম, আজ শুধু পর্দার নওশাবার কথা বলার পালা।

ছোট পর্দা কিংবা বড় পর্দা, দুই জায়গাতেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন এই অভিনেত্রী। যদিও এখন ছোট পর্দার কাজে তিনি নেই বললেই চলে। সিনেমা ঘিরেই তার সকল ব্যস্ততা। অনেকেই অনেক ছবিতে অভিনয় করেন, কিন্তু ক’জন অভিনয়শিল্পী সেই চরিত্রকে দর্শকহৃদয়ে গাঁথতে পারেন? যারা নিজেদের অভিনয় দক্ষতায় সেই জায়গাটাতে পৌঁছাতে পেরেছেন তাদেরই একজন এই রহস্যমানবী।

ভোটের জমজমাট হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে গেলো শুক্রবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ভৌতিক সিনেমা ‘স্বপ্নের ঘর’। এতে সকল অভিনয়শিল্পীই নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। সেখান থেকে যদি নওশাবার চরিত্রটি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো সবার চরিত্র ইতিবাচক হলেও মিসেস ডি’সুজার চরিত্রটি প্রতি মুহূর্তে খোলস পাল্টেছে। তাকে বুঝতে দর্শককে বেশ দ্বিধা-দ্বন্দ্বে পড়তে হয়েছে। তিনি আসলে কি করতে চলেছেন, কি করতে চাচ্ছেন, কেন করছেন সেটি বুঝা একটু কঠিন হয়ে গিয়েছে। বলা চলে, তিনি খুব দক্ষতার সাথে একটি রহস্যের জাল বিছিয়েছেন। যা এই সিনেমাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে।

তবে এমন এক রহস্যময়ী চরিত্রে নিজেকে উপস্থাপন করতে যতটুকু প্রস্তুতির প্রয়োজন সেটির জন্য যথেষ্ট সময় পাননি নওশাবা। কারণ শুটিং শুরুর ৪/৫ দিন পর তাকে মিসেস ডি’সুজা চরিত্রে চূড়ান্ত করা হয়। শুটিং সেটে গিয়ে তিনি স্ক্রিপ্ট হাতে পান। তবে এমন পরিস্থিতি নওশাবাকে ঘাবড়াতে পারেনি। তিনি ঠিকই মিসেস ডি’সুজা হয়ে উঠেছেন।

ডি'সুজা চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে শুটিংয়ের ২৫ দিন টানা কালো কাপড় পরে থেকেছেন নওশাবা। রঙপিপাসু নওশাবা কালো রঙকে আপন করে নিয়েছিলেন। অবশ্য সেখান থেকেই কালো তার পছন্দের রঙের তালিকায় স্থান করে নিয়েছে। বাকপটু প্রাণোজ্জল মেয়েটি হয়ে গিয়েছিলেন একেবারে নিশ্চুপ। এক কথায়, নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন নওশাবা। তাইতো নিজের অভিনীত প্রথম হরর সিনেমায় যোগ হয়েছে সফলতার নতুন পালক।

গত বছর নওশাবা অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি ছিলো সবচেয়ে ব্যবসা সফল ছবি। সেখানে আমরা দেখেছিলাম এক গর্ভবতী নওশাবাকে। তিনি তার অভিনয়ে প্রমাণ করেছেন একটি সিনেমায় বেশি ডায়ালগ বা দৃশ্যে না থাকলেও কিভাবে নিজেকে দর্শকমহলে নজর কাড়াতে হয়। তার সুনিপুণ অভিনয়ে তিনি বেশ আলোচিত হয়েছিলেন। তবে ‘ঢাকা অ্যাটাক’র সেই চরিত্র আর ‘স্বপ্নের ঘর’র চরিত্রে বিস্তর তফাৎ। দুটি চরিত্রের কোন মিল না থাকলেও একটি বিষয়ে মিল রয়েছে। আর সেটি হলো ‘সফলতা’। সেই সফলতার চাবিকাঠি হচ্ছেন নওশাবা।

Bootstrap Image Preview