Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় নৌকা প্রার্থীর বাড়িতে হামলা ও স্বর্ণালংকার লুট

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী- ১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের বাবুরহাট সদরের হাজ্বীপাড়া গ্রামের (পুরাতন) বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। 

এ সময় আফতাব উদ্দিন সরকারের ভাতিজা ও ডিমলা সদর ইউপি চেয়ারম্যানের বড় ছেলে উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতা এইচএম ফিরোজের স্ত্রী ও ডিমলা সদর ইউনিয়নের মাঝিপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আফরোজা বেগমের শোয়ার ঘরে ঢুকে আলমীরা ভেঙ্গে ১২ ভরি স্বর্ণ অলংঙ্কার নেয়ার সময় আফরোজা চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

আফরোজার স্বামী ফিরোজ জানায়, বর্তমানে আফরোজা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে  মামলার প্রস্তুতি চলছে।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরে আমি রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। 

 

            
 

Bootstrap Image Preview