Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি প্রার্থীর বাড়িঘরে হামলা-লুটপাট, গাড়ি ভাংচুরের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৪ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


মাদারীপুরের আমগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর নেতৃত্বে একাদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর-২ আসনে বিএনপি প্রার্থী মিল্টন বৈদ্যর বাড়িতে হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাংচুর করে লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় হামলায় অন্তত ১০ জন সমর্থক আহত হয়। এই ঘটনার সুষ্ঠ তদন্তসাপেক্ষে বুধবার দুপুরে নিজবাড়ীতে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের বিচার দাবি করেন মিল্টন বৈদ্য।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী মিল্টন বৈদ্য অভিযোগ করে জানান, আমগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপুর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যার দিকে আওয়ামী লীগ প্রার্থীর একটি মিছিল নিয়ে যাচ্ছিল তার বাড়ির সামনে দিয়ে। এ সময় নৌকা প্রতীকের সমর্থকরা অতর্কিত হামলা চালায় তার বাড়িতে।

হামলাকারিরা ঘরের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে। তারা সব তছনছ করে লুটপাট চালায়। এই ঘটনায় তার ব্যবহারিত মাইক্রোবাসটি ব্যাপক ভাংচুর চালায়। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে আমগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু দাবি করেন, এই ঘটনার সাথে তিনি জড়িত নয়।

অপরদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে দাবি করেন।

Bootstrap Image Preview