Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে নানা আয়োজনে বড়দিন পালিত 

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ PM

bdmorning Image Preview


বান্দরবানে নানা আয়োজনে খ্রীস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষে খ্রিষ্টান ধর্মালম্বীরা মেতে ওঠেছে নানা উৎসবে।

সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়।

বড়দিনকে ঘিরে আজ মঙ্গলবার সকাল থেকে জেলা সদরে ব্যাপটিষ্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। খ্রীষ্টান ধর্মালম্বী শিশু নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনার মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করে। প্রার্থনায় আত্মাশুদ্ধির মধ্যদিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন সকলে।

এ সময় খ্রিষ্ট ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহ্বান জানান।

এ দিকে খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে জেলার প্রতিটি গির্জায় নেওয়া হয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Bootstrap Image Preview