Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টাঙানো ব্যানার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


মাদারীপুরের শিবচরে একটি টাঙানো ব্যানার ঠিক করতে গিয়ে রেজাউল (৩০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার টি এন্ড টি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল ফরাজী উপজেলার নলগোড়া এলাকার সিরাজ ফরাজীর ছেলে। পেশায় তিনি একজন রঙ মিস্ত্রি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিবচর বাজারের টিএন্ডটি মোড়ে একটি ব্যানার টাঙানো ছিল। ব্যানারটি ঠিক করতে একটি মার্কেটের ছাদে উঠে সিরাজ ফরাজী। এসময় ছাদের উপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ হলে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু ঘটে। 

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, রঙ মিস্ত্রী রেজাউলকে মার্কেটের ছাদে উঠে একটি ব্যানার এর রশি ধরে টানাটানি করতে ছিল। হঠাৎ করেই বিদ্যুতের আগুন জ্বলে উঠলে ছাদের উপর পরে যায় রেজাউল।  এবং তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাজাহান মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক টিএন্ডটি মোড়ের লালমিয়া খন্দকার এর মার্কেটের ছাদে উঠেছিল। 

Bootstrap Image Preview