Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন কর্মকর্তাদের সামনেই চিতাবাঘকে পিটিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৩১ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


পঞ্চগড়ের বোদা উপজেলায় চিতাবাঘ পিটিয়ে মারা করা হয়েছে। আর এর জন্য স্থানীয় বনবিভাগকে দায়ী করছে বণ্যপ্রাণী ও পরিবেশবাদীরা। কেননা, বনবিভাগ সঠিক সময়ে খবর পেয়েও বাঘটিকে গিয়ে রক্ষা বা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বনবিভাগ বাঘটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু বনবিভাগ এটি উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাতে বন কর্মকর্তাদের একরকম সামনেই স্থানীয়রা নিজেদের সুরক্ষার কথা ভেবে সবাই মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

জানা গেছে, উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় একটি চিতাবাঘ সবার নজর পরে। এরপর খবর পেয়ে পুলিশ ও বনবিভাগ গিয়ে বাঘটিকে উদ্ধারের চেষ্টা চালায়। বাঘটি এসময় এলাকাটির পাথরাজ নদীর একটি ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছিল।

ওই এলাকার আলী মিয়া বাংলানিউজকে বলেন, গমির আলী নামে এক কৃষক ও তার ছেলে-মেয়েরা বাঘটিকে প্রথম দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশী কয়েকজন মিলে লাঠি নিয়ে বাঘটিকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। তখন তাড়া খেয়ে বাঘটি পাথরাজ নদীর ঝোপে আশ্রয় নেয়। দুপুর থেকে লোকজন চারদিকে থেকে ঘিরে রাখায় বাঘটি আর পালাতে পারেনি। পরে এলাকাবাসী নিজেদের সুরক্ষার কথা ভেবে ওই বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

বোদা উপজেলা বনবিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বাঘটি উদ্ধারের জন্য জীববৈচিত্র সংরক্ষণ কার্যালয় ঢাকায় জানানো হয়েছিল।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান মো. আশরাফুজ্জামান বলেন, বনবিভাগ বাঘটিকে উদ্ধার করতে না পারায় স্থানীয়রা এটিকে পিটিয়ে মারে।

Bootstrap Image Preview