Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নগরকান্দা কৃষক দলের সভাপতি আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৫০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৫৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফরিদপুরের নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে নগরকান্দা মাছ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, ফরিদপুর-২ আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্বাচনী প্রচারণায় ছিলেন বিল্লাল হোসেন। বেশ কয়েকদিন ধরে বিল্লাল হোসেন ব্যাপক প্রচারণায় অংশ নেন। নির্বাচনী প্রচারণার কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বিল্লাল হোসেন মাছ বাজার এলাকায় গেলে সেখান থেকে নগরকান্দা থানা পুলিশ তাকে কথা আছে বলে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে মর্মে পুলিশ জানায়।

বিল্লাল হোসেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে কোন মামলা ছিল না। তাকে মিথ্যা একটি চাঁদাবাজী মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। বিল্লাল হোসেন বিএনপির প্রার্থীর জন্য মাঠে থেকে কাজ করার কারণেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

নগরকান্দা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু জানান, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের এহেন মামলা মিথ্যা। নির্বাচনের প্রচারণায় যাতে কোন নেতা-কর্মী মাঠে নামতে না পারে সেজন্যই এসব মিথ্যা মামলা দেয়া হচ্ছে। বিল্লাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজীর মিথ্যা যে মামলা দেয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে তার মুক্তি চাই।

Bootstrap Image Preview