Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আমার প্রতিদ্বন্দ্বীরা যেন কোনভাবেই আঘাত না পান: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০২:০২ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০২:০২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নির্বাচনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থিরা যেন কোনোভাবেই আক্রান্ত না হন, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

রবিবার সকালে নড়াইল আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়সভা শেষে বেরিয়ে এসে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বীরা যেন শারীরিক ও মানসিক কোনোভাবেই আঘাত না পান, সেদিকে দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’

নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোনো ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নড়াইলের মানুষের সেবা করতে চাই।’

জয়ী হলে সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ ক্রিকেটের এই প্রাণভ্রমরা বলেন, আমার প্রতীক নৌকা, আপনারা সবাই উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন। আমি আপনাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করব।

নৌকার টিকিট দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনায়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী প্রমুখ।

Bootstrap Image Preview