Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানক্ষেতে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলের জবাই করা লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৯ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১১:০৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জামালপুরের মেলান্দহে শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জুয়েলকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকালে মেলান্দহ উপজেলার মধ্যেরচর এলাকা থেকে জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জুয়েল শহরতলী এলাকার বামুনপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যেরচর এলাকার একটি ধানক্ষেতে জুয়েলের জবাই করা লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত পরিবারের দাবি, শুক্রবার (২১ ডিসেম্বর) রাত থেকে জুয়েল নিখোঁজ ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে হত্যার পর মরদেহ ঝিনাই নদীর পাড়ে নির্জন স্থানে ফেলে রেখে যায়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদ জানান, নিহত জুয়েল জামালপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। এসময় তিনি খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন জানান, জুয়েল একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। চাকরির পাশাপাশি মোবাইল ফোনের সিম বিক্রির ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি সাখাওয়াত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview