Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেতাদের ভারে মঞ্চ ভেঙে পড়লেন প্রার্থী ও তার সহধর্মিণী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯ PM

bdmorning Image Preview


পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিব্বুর রহমান মহিবের নির্বাচনী পথসভার জন্য প্রস্তুত মঞ্চ। সহধর্মিণীকে নিয়ে মঞ্চ ওঠলেন প্রার্থী। তাদের সঙ্গে একের পর এক নেতাকর্মীরাও মঞ্চে উঠতে থাকেন। কিন্তু হঠাৎ করেই নেতাকর্মীদের ভারে ভেঙে যায় মঞ্চটি। পরে সবাই হুমড়ি খেয়ে পড়েন মাটিতে।

শনিবার বিকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী বাজারে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।

আয়োজকদের দাবি, ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টায় নির্বাচনী ওই পথসভা শুরু হয়। জড়ো হতে থাকে নেতাকর্মী ও সমর্থকরা। যথাসময়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিব্বুর রহমান মহিব ও তার সহধর্মিণী ফাতেমা আক্তার রেখা উপস্থিত হন। তারা দুজনই মঞ্চে ওঠেন। তাদের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় ৩০ জন নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন। একপর্যায়ে নেতাকর্মীদের ভারে ৩ মিনিট যেতে না যেতেই মঞ্চটি ভেঙে যায়। আর নেতাকর্মীরা হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

তবে আয়োজকদের দাবি, মঞ্চ ভেঙে পড়ার ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। মঞ্চটি কাদামাটির ওপর করা হয়েছে। যার কারণে নেতাকর্মীরা ওঠায় মঞ্চটি ভেঙে যায়।

এদিকে এ ঘটনার পর স্থানীয় লোকজন ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হাস্যকর আলোচনার সৃষ্টি হয়।

Bootstrap Image Preview