Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রুটির দাম বৃদ্ধি,পূর্ব সুদানে বিক্ষোভ নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১২:২৯ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পাউরুটির দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করতে গিয়ে পূর্ব সুদানে পুলিশের গুলিতে ৮ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির সরকার পাউরুটির দাম বৃদ্ধি করে। দাম বাড়ানো হয় এক সুদানিজ পাউন্ড থেকে তিন সুদানিজ পাউন্ডে। এই বৃদ্ধির ফলেই গোটা দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের প্যালেসের সামনে বিক্ষোভ আবার দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। সেখানেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে। সেখানে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন।

এছাড়া দেশটির রাজধানী থেকে ৪০০ কিলোমিটার দূরে আটবারা শহরে আরো ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়। 

Bootstrap Image Preview