Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দলীয় নেতাকর্মী ছাড়াই ভোটের মাঠে কনকচাঁপা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১০:১০ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১০:১০ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জ-১ (সদরের আংশিক ও কাজিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা দলীয় নেতাকর্মী ও সমর্থক ছাড়াই স্বামীর সঙ্গে নিজ নির্বাচনী গণসংযোগে নেমেছেন।

শুক্রবার দুপুরে স্বামী সুরকার মইনুল ইসলামকে নিয়ে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

কনকচাঁপার গণসংযোগের সময় পুলিশ তার নিরাপত্তা দিয়েছে। এ সময় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা দূরুত্ব বজায় রেখে সৌজন্যতা দেখিয়েছে।

কনকচাঁপা বলেন, প্রচারণায় সরাসরি বাধা না দেয়া হলেও মোবাইল ফোনে হুমকির সম্মুখীন হতে হয়েছে। তারপরও আমার মতো করেই প্রচারণা চালাতে হচ্ছে। প্রথম দিনেই মানুষের ভালোবাসা পাচ্ছি। জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আমি ভালো ফলাফল আশা করছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

তিনি আরও বলেন, জনগণকে তাদের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা কেন আমাদের মার্কার জন্য ভোট চাইতে পারবো না।

Bootstrap Image Preview