Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদী মুক্ত দিবস আজ 

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৮:২৪ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৮:২৫ PM

bdmorning Image Preview


আজ ২১ ডিসেম্বর ঈশ্বরদী মুক্ত দিবস।  ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় ঈশ্বরদী।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর হানাদার পাকিস্থানী সেনাবাহিনী ও তাদের এ দেশিয় দোসর রাজাকার, আলবদর, আলশামস, এর হাতে নির্মমভাবে শহীদ হয় ৩০ লাখ বাঙালি, সম্ভ্রম হারায় ৪ লাখ মা-বোন। হাজার হাজার ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।  

১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বাংলাদেশ পাক শক্রুমুক্ত হয় ২১ ডিসেম্বর। মুক্তিযুদ্ধকালীন সময়ে ঈশ্বরদীতে ৫ হাজারের মতো পাকিস্থানী সেনা বর্তমান ইক্ষু গবেষণা ইন্সটিটিউটে অবস্থান করছিল।

এছাড়া আলহাজ্ব মিল, তুঁত ফার্ম, ডাল গবেষণা কেন্দ্রসহ অন্যান্য স্থানে প্যারামিলিটারী রাজাকার আলবদর অবস্থান করছিল। ১৬ ডিসেম্বরের আগে থেকে মুক্তিবাহিনী ঈশ্বরদীর আশে পাশে ঢুকে পড়ে এবং বিচ্ছিনভাবে পাকিস্থানী বাহিনীকে আত্মসমর্পনের জন্য আহবান জানান। পাকবাহিনী জীবনের ভয়ে মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্পনে ভয় পাচ্ছিল।  

সে সময় নাটোর থেকে পাকিস্থানী হানাদার বাহিনীর পরাজিত ব্রিগেডিয়ার মনজুর আহমেদ ঈশ্বরদীতে এসে মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর নিকট আত্মসমর্পন করেন। সেই কারণে ঈশ্বরদী সম্পূর্ণ শক্র মুক্ত হয় ২১ ডিসেম্বর ১৯৭১-এ।


 

Bootstrap Image Preview